মণিরামপুর(যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলায় একজন ছয় মাসের সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ১৩ আসামিকে আটক করে। রোববার এবং সোমবার উপজেলার বিভিন্ন অঞ্চলে পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে আসামিদের আটক করে।
সোমবার দুপুরে পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।মণিরামপুর থানার ওসি(তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, থানা এবং নেহালপুর, খেদাপাড়া ও ঝাপা ফাড়ি পুলিশ সদস্যরা রোববার রাত থেকে পৃথকভাবে শুরু করে আটক অভিযান। সোমবার বেলা ১২ টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। এর মধ্যে চেক ডিজঅনার মামলায় বিনাশ্রমে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল হোসেনকে আটক করে নেহালপুর ফাড়ি পুলিশ।
আবুল হোসেন নেহালপুর গ্রামের হাজী মোমরেজ আলীর ছেলে। অন্য আসামিরা হলো পলাশী গ্রামের শামছুর রহমান মোড়লের ছেলে আকরাম হোসেন, পটি গ্রামের অশোক মিস্ত্রী ও তার ছেলে শিমুল হোসেন, শুকান্ত মিস্ত্রী, সাগর মিস্ত্রী, রসুলপুর গ্রামের রমজান গাজীর ছেলে হাফিজুর রহমান, সোবহান শেখের ছেলে আবদুর রহমান, মশ্বিমনগর গ্রামের জামাল উদ্দিনের ছেলে অপু রায়হান, ঝাপা গ্রামের মশিয়ার রহমানের ছেলে বুলবুল আহম্মেদ, চাঁদপুর গ্রামের আবদুল জলিলের ছেলে আলমগীর হোসেন এবং সদর ইউনিয়নের দেবিদাসপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে মফিজুর রহমান, জালঝাড়া গ্রামের কিসমত আলীর স্ত্রী লিপি বেগম। ওসি(সার্বিক) রফিকুল ইসলাম জানান, আটকৃকত আসামিদেরকে সোমবার দুপুরে আদালতে চালান দেয়া হয়