হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধার মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুরে ঈদের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা এজাহার সরদার(৮০)র মৃত্যু হয়েছে। পরিবারবর্গের ধারনা মস্তিষ্কে রক্তক্ষরনে তার মৃত্যু হয়। এজাহার আলী উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামের মৃত জবেদ আলী সরদারের বড় ছেলে।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা এজাহার আলীর ছোটভাই শমসের আলী সরদার জানান, তার বড়ভাই মসজিদ থেকে ঈদের নামাজ আদায় শেষে ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ তার মাথায় প্রচুর যন্ত্রনা শুরু হয়। এক পর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বিকেল তিনটার দিকে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা এজাহার আলীকে রাষ্ট্রীয় মর্যাদায়(গার্ড অব অনার) পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি, রোহিতা ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন