রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
যশোরের মণিরামপুরের ২৩ কৃতী সন্তান বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছে। অচিরেই সংস্থাপন মন্ত্রণালয় থেকে সুপারিশ প্রাপ্তদের নামে প্রজ্ঞাপন জারি হবে। এরপরেই চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত হয়ে তারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করবেন। এবারই অধিক সংখ্যক এ নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সারাদেশে ৪ হাজার চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তিতে আগামী মে মাস থেকে প্রিলিমিনারি পরীক্ষায় উর্ত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি ধাপে উত্তীর্ণদের যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। যা চলমান রয়েছে। যশোর জেলায় ১৩৫ কৃতী সন্তান স্বাস্থ্য ক্যাডারে নিয়োগের জন্য আবেদন করেন। এরমধ্যে মণিরামপুর উপজেলায় ২৩ সুপারিশ প্রাপ্ত হয়ে উপজেলার মুখ উজ্জ্বল করেছেন। যা এ যাবত কালের মধ্যে অধিক সংখ্যক বলে জনাগেছে।
এ উপজেলায় নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তরা হলেন- রঘুনাথপুর গ্রামের সত্যবান মন্ডলের ছেলে রাজেস মন্ডল, দেবীদাসপুরের এস এ সামাদের ছেলে জি. এম. এস. এস কে ডালিম, মণিরামপুর গ্রামের দিলীপ পালের মেয়ে পপি পাল, দূর্গাপুর গ্রামের মোঃ মোতালেবের ছেলে মোঃ ফরিদুল ইসলাম, হাটগাছার বিনান্ত কুমার বৈরাগীর ছেলে দেবজ্যোতি বৈরাগী, নোয়ালি গ্রামের রঞ্জন কুমার আঢ্য’র মেয়ে অনন্যা আঢ্য, ডাঙ্গামহিষদিয়া গ্রামের মোঃ জামশেদ আলীর ছেলে হারুন-অর রশিদ, কুশারীকোনা গ্রামের কালিপদ পালের ছেলে বিশ্বজিৎ পাল, নেহালপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে এস. এম. হায়দার আলী ও একই গ্রামের মোঃ এনায়েত আলীর ছেলে মোঃ বাহারুল ইসলাম, পাঁচাকড়ি গ্রামের মাকছুদুর রহমানের ছেলে সিবগাতুল্লাহ, হাকোবা গ্রামের মোঃ আমিনুর রশীদের ছেলে মোঃ হুমায়ুন রশীদ (সাগর), হোগলাডাঙ্গা গ্রামের ডাঃ রামচন্দ্র সাহার মেয়ে অথই সাহা (অথই), কাশিমপুর গ্রামের (সর্দারবাড়ি) মহিউদ্দীন আহমদ’র ছেলে নূর উদ্দীন আহমেদ (রাতুল), বলিয়ানপুর গ্রামের মোঃ মোশারেফ হোসেনের ছেলে মোঃ ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ), রোজিপুর গ্রামের বিধান চন্দ্র হালদারের ছেলে সুমন হালদার, কামালপুর গ্রামের রামকৃষ্ণ শীলের ছেলে রাজীব রায়, জুড়ানপুর গ্রামের কাজী আমিনুর রহমানের মেয়ে তামান্না খাতুন (আশা), খেদাপাড়া গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে হাসান আরিফুর রহমান, কন্দর্পপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের ছেলে সুমাইয়া খাতুন, ঢাকুরিয়া গ্রামের মোঃ তবিদুল ইসলামের ছেলে মোঃ আবদুল কাদের (কাদের), সমসকাটি গ্রামের কালিদাস মন্ডলের ছেলে শুকদেব মন্ডল এবং মনোহরপুর গ্রামের রামপ্রসাদ মন্ডলের ছেলে রঘুরাম চন্দ্র (দীপ্ত) প্রমুখ।
আগামী এক থেকে দুই মাসের মধ্যে এসব সুপারিশ প্রাপ্তদের নামে সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় হতে নিয়োগপ্রাপ্তদের দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে যোগদান করতে প্রজ্ঞাপন জারি করা হবে। এদিকে এ উপজেলা হতে এবার অধিক সংখ্যক কৃতী সন্তান স্বাস্থ্য ক্যাডারে অন্তর্ভূক্ত হতে যাওয়া সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন।
বিশিষ্ট শিক্ষাবিদ মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান বলেন, তাদের গর্বিত সন্তানদের শুভযাত্রায় অফুরন্ত আশীষ রইল। এরা দেশের বিভিন্ন হাসপাতালে অসহায় মানুষের সেবা করে এ উপজেলার মুখ আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।