হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরের ১৬ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

তৃতীয় ধাপে যশোরের মণিরামপুরে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গত ১৪ অক্টোবর নির্বাচনী এ তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে নেমে পড়েন আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী।

গত শনিবার সকালে ও বিকালে মণিরামপুরের এ সকল ইউনিয়নে প্রার্থী বাছাই করতে দলীয় বধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার মাঝি হতে চান ১২৫ জন।

ইউনিয়ন সভাপতি ও সম্পাদক এ সকল প্রার্থীর তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে জমা দেন। আজ ২২ অক্টোবর দলীয় প্রধান কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই তালিকা যাচাইবাছাই করা হয়।

দলীয় সুত্রে জানা গেছে, ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থী তালিকায় যাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন:

১নং রোহিতা: ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান।

২নং কাশিমনগর: ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম,

৩নং ভোজগাতী: প্রভাষক আসমাতুনাহার।

৪নং ঢাকুরিয়া: বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এরশাদ আলী।

৫নং হরিদাসকাটি: বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিপদ ভঞ্জন পাড়,

৬নং মণিরামপুর সদর: বিশিষ্ট ব্যবসায়ী এয়াকুব আলী,

৭নং খেদাপাড়া: ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম জিন্নাহ,

৯নং ঝাঁপা: বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম মন্টু।

১০ নং মশ্বিমনগর: বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন,

১১ নং চালুয়াহাটি: উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম,

১২ নং শ্যামকুড়: আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন,

১৩ নং খানপুর: ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সমপাদক মোঃ আবুল কালাম আজাদ

১৪ নং দূর্বাডাঙ্গা: বর্তমান চেয়ারম্যান মাযাহারুল আনোয়ার।

১৫নং কুলটিয়া: বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখর চন্দ্র রায়।

১৬নং নেহালপুর: এসএম ফারুক হোসাইন।

১৭ নং মনোহরপুর: বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাস্টার মশিয়ূর রহমানকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন