হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরের মশিয়াহাটীতে চলছে প্রতিমায় রং-তুলির শেষ আঁচড়

রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :

মণিরামপুর ও অভয়নগর সীমান্তবর্তী মশিয়াহাটী আ লিক পূজা মন্দিরে চলছে দূর্গাপূজার প্রতিমা তৈরির কাজ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উদযাপন করতে এখানে তৈরি হয়েছে মা দূর্গা, স্বরসতি, লক্ষী, কার্ত্তিক, অসূর, গণেশসহ প্রায় ৫০টির অধিক প্রতিমা। বিশেষ মাটি দিয়ে প্রতিমার হাত-পাসহ বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ তৈরির কাজ শেষ হয়েছে। এখন প্রতিমায় রং-তুলির শেষ আঁচড় ও শাড়ি চুরি পরানোর কাজ চলছে বলে ভাষ্কারা জানান। দূর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে গেট ও লাইটিং করার কাজও করছে অন্যান্য সদস্যরা।

শুক্রবার সরেজমিনে পরিদর্শেনে দিয়ে এসব চিত্র দেখা যায়। এসময় প্রতিমা তৈরির কাজ পরিদর্শন করতে আসেন ওই দূর্গাপূজা মন্দিরের সভাপতি জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখর চন্দ্র রায়। আইন শৃঙ্খলা ও সার্বিক বিষয় খোঁজ-খবর নিতে আসেন মণিরামপুর থানার এসআই নাজমুল হক।

মশিয়াহাটী বাজার কমিটির সভাপতি শুভ বিশ্বাস জানান, দূর্গা পূজায় গত বারের ন্যায় এবারও জন সমাগমের ঘটবে। এসময় উপস্থিত ছিলেন মন্দিরের সহ-সভাপতি ও ওয়ার্ড আ’লীগের সভাপতি রমেশ চন্দ্র মন্ডল, কোষাধ্যক্ষ অমিও ধর, প্রাণেশ রায়, পুলিশ সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

এসময় দূগাপূজা উৎযাপন কমিটির সভাপতি শেখর চন্দ্র রায় বলেন, এবছর মশিয়াহাটীতে উদযাপিত হবে সবচেয়ে বড় দূর্গাপূজা উৎসব। এখানে অনুষ্ঠিত হবে হিন্দু-মুসলমানের মিলন মেলা। সৃষ্টি হবে সাম্প্রদায়িক সম্প্রীতি।

এসময় থানার এসআই নাজমুল হক ও নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুজ্জামান বলেন, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগীতা করবে। বর্তমানে প্রতিমা রক্ষার্থে নিরাপত্তা কর্মী নিয়োগ দিতে হবে। উল্লেখ্য দূর্গাপূজার আর মাত্র ১২ দিন বাকি, ১ অক্টোবর অনুষ্ঠিত হবে এ পূজা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন