হোম অন্যান্যসারাদেশ মণিরামপুরের মনোহরপুরে মন্দির ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের বাকারখাল সার্বজনীন মহাশ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে মন্দির স্থাপনের কাজ শুক্রবার শুরু হয়েছে। মনোহরপুর ইউনিয়নের খাকুন্দী, মনোহরপুর, বয়ারখোলা, মনোহরনগর, বাগডাঙ্গা ও কোনাকোলা গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার মন্দির ভবনের শুভ উদ্বোধন করা হয়। মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি ইন্দ্রজিত রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিমেষ রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন পাঁজিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কালিপদ মন্ডল, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সিদ্দিকুর রহমান। এ সময় আজীবন প্রতিষ্ঠাতা সদস্য অরুন জ্যোতি তরফদার, দাতা সদস্য ভবেন্দ্রনাথ রায়, সাংগঠিনক সম্পাদক ইলাবন্ত রায়সহ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন