রিপন হোসেন সাজু, মণিরামপুর (যশোর) :
যশোর জেলার মণিরামপুর উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান এ শপথ বাক্য পাঠ করান।
সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর তৃতীয় ধাপে ঝিকরগাছা উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৬টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্বেকার আইনি জটিলতার কারণে একটি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ শারবীন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নির্বাচন কমিশন থেকে নবনির্বাচিতদের গেজেড প্রকাশিত হবার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মাধ্যমে প্রাপ্ত এক চিঠিতে চেয়ারম্যানগণের শপথ গ্রহণের আমন্ত্রণ জানানো হয়। সে মোতাবেক নির্বাচিতরা নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন।
মণিরামপুর উপজেলার নির্বাচিত হলেন ১নং-রোহিতা ইউনিয়নের মোঃ হাফিজ উদ্দীন, ২নং-কাশিমনগর ইউনিয়নের মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, ৩নং-ভোজগাতী ইউনিয়নের আব্দুর রাজ্জাক, ৪নং-ঢাকুরিয়া ইউনিয়নের আলহাজ্জ্ব আইয়ুব আলী গাজী, ৫নং-হরিদাসকাটি ইউনিয়নের মোঃ আলমগীর হোসেন লিটন, ৬নং-মণিরামপুর (সদর) ইউনিয়নের নিস্তার ফারুক, ৭নং-খেদাপাড়া ইউনিয়নের আব্দুল আলিম জিন্নাহ, ৯নং-ঝাঁপা ইউনিয়নের শামছুল হক মন্টু, ১০নং-মশ্বিমনগর ইউনিয়নের আবুল হোসেন, ১১নং-চালুয়াহাটি ইউনিয়নের আব্দুল হামিদ সরদার, ১২নং-শ্যামকুড় ইউনিয়নের ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, ১৩নং-খাঁনপুর ইউনিয়নের সিরাজুল ইসলাম, ১৪নং-দূর্বাডাঙ্গা ইউনিয়নের গাজী মাযাহারুল আনোয়ার, ১৫নং-কুলটিয়া ইউনিয়নের শেখর চন্দ্র রায়, ১৬নং-নেহালপুর ইউনিয়নের এম এম ফরুক হুসাইন এবং ১৭নং-মনোহরপুর ইউনিয়ন পরিষদের আক্তার ফারুক মিন্টু।
এদিকে একই দিনে বিকাল ৩টায় উপজেলার সকল ইউপিতে নবনির্বাচিত সকল সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান।
এ সময়ে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যন কাজী জলি আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।