হোম আন্তর্জাতিক মণিপুরে সেনা মোতায়েনের আহ্বান রাহুলের, কঠোর জবাব হিমন্ত বিশ্ব শর্মার

আন্তর্জাতিক ডেস্ক:

মণিপুর সংকট সমাধানে সেনা হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, সেনাবাহিনী দু’দিনের মধ্যে রাজ্যটিতে চলমান সংঘাত বন্ধ করতে পারে। তবে তার এই ধারনা উড়িয়ে দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির নেতারা। খবর এনডিটিভির।

চলতি বছরের মে মাসের শুরুর দিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। এই সংঘাতে গত তিন মাসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছেন অন্তত ৬০ হাজার। অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছেন। সেই সহিংসতা ও উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

এ নিয়ে ভারতের রাজনীতি এখন উত্তাল। মণিপুর সংঘাতে কেন্দ্রীয় বিজেপি সরকারের ব্যর্থতাকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই বিষয়ে মুখ না খোলার প্রতিবাদে সম্প্রতি পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী জোট। তবে চলতি সপ্তাহে এক ভোটাভুটির মধ্যদিয়ে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

ভারতীয় সেনাবাহিনী মণিপুর সংকটের সমাধান করতে পারবে না বলে মনে করছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে মণিপুরে চলা জাতিগত সহিংসতার সমাধান গুলি থেকে আসবে না।

এরপর মণিপুর নিয়ে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগেন সাংসদ রাহুল গান্ধী। শুক্রবার (১১ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মণিপুরে নারীরা ধর্ষিত হচ্ছেন আর সংসদে হাসছেন প্রধানমন্ত্রী মোদি। জোকস বলছেন তিনি। তার মন্ত্রিসভাও মজা পাচ্ছেন। এটা কাম্য নয়। চার মাস ধরে জ্বলছে মণিপুর। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত।’

রাহুলের দাবি, ‘ইচ্ছে করে মণিপুর ইস্যুতে পদক্ষেপ নিচ্ছে না সরকার। তিনি বলেন, ‘১৯ বছরের অভিজ্ঞতা। কিন্তু মণিপুরের মতো ঘটনা কোনোদিন দেখিনি।’ এ সময় মণিপুরে সেনা হস্তক্ষেপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় সেনা দুই দিনে মণিপুরের ড্রামা বন্ধ করতে পারে। প্রধানমন্ত্রী মণিপুরে আগুন জ্বালিয়ে রাখতে চান। এই আগুন তিনি বোঝাতে চান না।’

তবে রাহুলের এই সেনা মোতায়েনের ধারনা নাকচ করে দিয়েছেন বিজেপি নেতারা। কংগ্রেস নেতার প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, মণিপুরে সেনাবাহিনী কিছুই সমাধান করতে পারবে না। এই জাতিগত সহিংসতার সমাধান বুলেট থেকে নয়, হৃদয় থেকে আসা উচিত।’

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় গোয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘রাহুল গান্ধী বলছেন, ভারতীয় সেনাবাহিনীকে সহিংসতা বন্ধে এগিয়ে আসতে হবে। এটার মানে কি? বেসামরিকদের ওপর গুলি চালানো উচিত? এটাই তার পরামর্শ? তিনি এটা কিভাবে বলতে পারেন।’

‘সেনাবাহিনী কোনো কিছুরই সমাধান করতে পারবে না। তারা কেবল সাময়িকভাবে বা প্রদত্ত পরিস্থিতিতে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম। এই সমস্যার সমাধান বুলেট থেকে নয়, হৃদয় থেকে আসতে হবে।’

রাহুলের বক্তব্যের প্রতিবাদ জানান বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। প্রশ্ন রেখে তিনি বলেন, রাহুল গান্ধী কি এই চান যে, সেনাবাহিনী মণিপুরে ভারতীয় নাগরিকদের ওপর গুলি চালাক। তিনি আরও বলেন, ‘কংগ্রেস নেতার মনে গণতান্ত্রিক চিন্তাভাবনার কোনো চিহ্ন নেই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন