পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার (২৬ জুন) দুপুরে দিকে খালে গোসল করতে গিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক শারীরিক প্রবিন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবক সোহেল উপজেলার টিকিকাটা ইউনিয়নের সূর্যমণি গ্রামের আবু কালাম হাওলাদার ছেলে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, শারীরিক প্রতিবন্ধী সোহেল শুক্রবার দুপুরে কয়েক বন্ধুর সঙ্গে বাড়ির পাশে খালে গোসল করতে নামে। এসময় খালের জোয়ারের পানির তোড়ে সে হঠাৎ ডুবে যায়। এসময় তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পানিতে ডোবা শারীরিক প্রতিবন্ধী সোহেলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।