হোম অন্যান্যসারাদেশ মঠবাড়িয়ায় এএমটিভি’র সৌজন্যে তসবিহ বিতরণ

মঠবাড়িয়ায় এএমটিভি’র সৌজন্যে তসবিহ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 98 ভিউজ
পিরোজপুর অফিসঃ 
পিরোজপুরের মঠবাড়িয়ায় ফেসবুক ভিত্তিক টিভি চ্যানেল এএমটিভি’র সৌজন্যে ধর্মপ্রাণ বৃদ্ধদের মাঝে জিকিরের জন্য তসবিহ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮জুলাই) শহরের বিভিন্ন অলিগলি ঘুরে বৃদ্ধদের মাঝে এ তসবিহ বিতরণ করেন এএমটিভি’র চেয়ারম্যান ইসমাইল হোসেন হাওলাদার। এসময় মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন