খেলাধূলা ডেস্ক :
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ক্রিকেটবিশ্বে সমালোচনার ঝড় ফেলে দিয়েছিলেন নিমো যাদব নামে ভারতীয় এক টুইট ব্যবহারকারী। তার দেয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। অবশেষে নিমো নিজেই রিটুইট করে জানালেন মজার ছলে তিনি এমনটি করেছেন।
যৌন হয়রানির অভিযোগ আনার এক দিন পর মঙ্গলবার (১৭ জানুয়ারি) নিজের এক টুইটে নিমো জানান, বাবরের বিরুদ্ধে করা তার অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা ছিল। মজা করে তিনি এমন টুইট করেছিলেন। এ জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন পাকিস্তান অধিনায়কের কাছ থেকে।
এর আগে সোমবার ডক্টর নিমো যাদব নামে একটি ভেরিফায়েড টুইটার আইডি থেকে দাবি করা হয়, বাবর পাকিস্তান দলে তার এক সতীর্থ ক্রিকেটারের প্রেমিকার সঙ্গে অশালীন বার্তা দেয়ানেয়া করেছেন, যার বিনিময়ে তিনি সেই ক্রিকেটারকে দল থেকে কখনো বাদ দেয়া হবে না বলে কথা দেন। সে টুইটে কিছু অডিও-ভিডিও যুক্ত করে সেটা বাবরের বলে দাবি করা হয়।
নিমোর সেই টুইটের পরই সমালোচনার ঝড় ওঠে ক্রিকেটবিশ্বে। ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ফলাও করে প্রচার করতে থাকে বাবরের বিরুদ্ধে যৌন হয়রানির সে অভিযোগ।
বাবরকে নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর এভাবে বাড়াবাড়ির আবার সমালোচনা করে এক দিন পর নিমো নিজেই রিটুইট করেন। যেখানে তিনি জানান, ‘বিদ্রুপাত্মক’ টুইট নিয়ে যেভাবে বাবরের বিরুদ্ধে জঘন্য অভিযোগ তোলা হচ্ছে, তা একেবারেই কাম্য নয়। মজার ছলে বাবরকে নিয়ে করা সে টুইট তিনি মুছে ফেলেছেন বলেও জানান।
নিমো বলেন, ‘আমিই ওই বিষয়টি শুরু করেছিলাম। ওটা ভুয়া ছিল। বাবরের কাছে ক্ষমা চাইছি। যারা বলছেন যে আমার এ রকম করা উচিত হয়নি, তাদের কয়েকটা কথা বলতে চাই। আমি যখন আপনার অপছন্দের লোক বা দলকে নিয়ে এ রকম করব, তখন উপভোগ করবেন না। দ্বিতীয়ত, আমি কাউকে গিয়ে বলিনি যে আমার টুইটের রিটুইট করুন বা আমার টুইটে লাইক করুন। মিডিয়া কী খবর করছে, সেটা আমায় দায়িত্ব নয়। চতুর্থত, আমি মজার জন্য টুইটার ব্যবহার করি।’
