হোম আন্তর্জাতিক মক্কা-মদিনা ছাড়া সৌদির সব মসজিদে জামাতে নামাজ বন্ধ

মক্কা-মদিনা ছাড়া সৌদির সব মসজিদে জামাতে নামাজ বন্ধ

কর্তৃক
০ মন্তব্য 567 ভিউজ

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সৌদি আরবের পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদুল নববী ছাড়া দেশের বাকি সব মসজিদে জামাতে নামাজ আদায় সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

তবে মসজিদ পুরোপুরি বন্ধ করা হয়নি। সেখানে শুধু জামাতে নামাজ পড়া সাময়িক বন্ধ করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদিনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদুল হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেওয়া হয় মদিনার মসজিদুল নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেওয়া হয় মসজিদ দুটি।

সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাস আতঙ্কে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ভাইরাসটির নতুন কেন্দ্রস্থল হয়ে ওঠা ইউরোপে ক্রমান্বয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মৃত্যুর ভয়াবহতায় চীনকেও ছাপিয়ে যাচ্ছে ইতালি। দেশটিতে দুই দিনে সাতশর বেশি মানুষ মারা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৪৫ জন। ইতালিতে এ পর্যন্ত দুই হাজার ৫০৩ জন এ রোগে মারা গেছেন। ইরান, স্পেন, ফ্রান্সসহ আরো অনেক দেশেও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এই ভাইরাস।

এখন পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই লাখে। এক লাখ ৯৯ হাজার ৫৮৪ জন আক্রান্তের মধ্যে ৮১ হাজার ২৭১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন সাত হাজার ৯৭১ জন, বাকিরা চিকিৎসাধীন। তবে চীনে আক্রান্তের সংখ্যা কমে এসেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র-এনটিভি

সম্পর্কিত পোস্ট

মতামত দিন