হোম জাতীয় ভয়-ভীতি দেখালে বন্ধ হবে ভোট: ইসি

জাতীয় ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টি করা হলে সম্পূর্ন নির্বাচনী এলাকায় যেকোনো পর্যায়ে ভোট বন্ধ করে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১০ ডিসেম্বর) জারি করা এক পরিপত্রতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

পরিপত্রতে আরও জানানো হয় নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে শুরু হবে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরআগে, ১৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হয় ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন