হোম জাতীয় ভয় দূর করতেই সাইবার সিকিউরিটি আইন: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক:

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হয়েছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জনমনে সে ভয় ছিল, সেই ভয় দূর করতেই নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁও সংলগ্ন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ রহিতকরণ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ উপস্থাপন অবহিতকরণ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

আনিসুল হক বলেন, ব্যাপ্তি বাড়াতে ডিজিটাল নিরাপত্তা আইনকে সাইবার সিকিউরিটি করা হয়েছে। আইনের অপব্যবহার কোনোভাবেই যেন না হয়। যে কারণে আমরা আইনটি সংশোধন করার চেষ্টা করেছি। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে সাইবার সিকিউরিটি আইন প্রস্তাবনা করি। তবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, এটির নাম, সাজা পরিবর্তন করা হয়েছে।

নতুন আইনেও আগের আইনের মতো গণমাধ্যমকে নিয়ন্ত্রণের বিষয় থেকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ বিষয়ে মন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা কমানোর জন্য কিংবা নিয়ন্ত্রণের জন্য নয়, বরং সাইবার অপরাধ বন্ধ করতেই সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে।

আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন থেকে গেলে মানসিক চাপ থেকে যায়। এই মানসিক চাপ কমাতেই ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন, পরিমার্জন করা হয়েছে।

দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডিজিটাল নিরাপত্তা আইনকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এ বিষয়টি নিয়ে নানা মন্তব্য আসছে বিভিন্ন মহল থেকে। এর মধ্যে বেশিরভাগ মন্তব্যে বলা হচ্ছে, শুধু নাম পরিবর্তন করে আইনের ধারাগুলো প্রায় আগের মতোই রাখা হয়েছে। কিছু সাজা ও জামিন অযোগ্য বিষয়ে কিছুটা সংশোধন আনা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা আইনের ৬০টি ধারার মধ্যে ১৭, ১৯, ২১, ২৭, ৩০ ও ৩৩ ধারা ছাড়া বাকিগুলোকে জামিন যোগ্য করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে দ্বিতীয়বার অপরাধ করলে সাজা বাড়ানো হয়েছিল। তবে নতুন আইনে তা একেবারেই বাদ দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইন সচিব গোলাম সারওয়ার, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগগের সচিব মইনুল কবির, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন