আন্তর্জাতিক ডেস্ক :
ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বলকান রাষ্ট্র সার্বিয়া ও কসোভো। সপ্তাহজুড়ে অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে নদীর পানি বেড়ে গেছে কসোভোতে। একই অবস্থা বিরাজ করছে আরেক বলকান রাষ্ট্র সার্বিয়াতেও।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কসোভোতে অব্যাহত বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটির উত্তরাঞ্চল। পানিতে অনেক ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকেরা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে যানচলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে হাজার হাজার মানুষ।
অপরদিকে ভারি বৃষ্টিতে একই অবস্থা আরেক বলকান রাষ্ট্র সার্বিয়াতেও। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে নদীর পানি বেড়ে যাওয়ায় বাস্তচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে কাজ করছে দেশটির দমকলবাহিনী।
পরিস্থিতি আরও অবনতি হবে জানিয়ে চার অঞ্চলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে বন্যার কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।