হোম আন্তর্জাতিক ভয়াবহ দাবানলে পুড়ছে টেক্সাস, ২ জনের মৃত্যু

ভয়াবহ দাবানলে পুড়ছে টেক্সাস, ২ জনের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 113 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দাবানলে পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে। প্রবল বাতাস ও উষ্ণ আবহাওয়ার কারণে দ্রুতই ছড়িয়ে পড়ছে আগুন। এতে আগুন গ্রাস করছে নতুন নতুন এলাকায়। দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের একমাত্র পারমাণবিক অস্ত্রকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এই দাবানলের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে টেক্সাসের পরিস্থিতি। এ পর্যন্ত ১০ লাখ একরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িঘর, তৃণভূমি কোন কিছুই বাদ যায়নি আগুনের লেলিহান শিখা থেকে।

তবে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বরফ পড়ায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে দাবানল। এছাড়া পাশের রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়েছে দাবানল। দুর্ঘটনা এড়াতে যুক্তরাষ্ট্রের একমাত্র পারমাণবিক অস্ত্রকেন্দ্র প্যান্টেক্স সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার টেক্সাস পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের প্রচেষ্টা চালাতে নির্দেশনা দেন।

অন্যদিকে, দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়াও। দাউ দাউ করে জ্বলতে থাকা দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভিক্টোরিয়া রাজ্য। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র দাবদাহ, শুষ্ক আবহাওয়া আর সেই সঙ্গে বাতাসের গতিবেগের কারণে ক্রমেই ছড়িয়ে পড়ছে আগুন।

ভয়াবহ রূপ নেয়া দাবানল থেকে নিরাপদে রাখতে ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের পূর্বপ্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বৃষ্টিপাত কম হওয়ায় কিম্বারলির পশ্চিমাঞ্চলও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, গত বছরের একই সময়ের তুলনায় এবার ৩০টির বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। গেল ৫টি মৌসুমে শুধু দাবানলের সংখ্যাই বাড়েনি বরং এর তীব্রতা আর ভয়াবহতাও বেড়েছে। তাই আগুন নেভানোর পূর্ব-প্রস্তুতি হিসেবে পানিসহ উদ্ধারকাজে ব্যবহৃত সরঞ্জাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন