ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে চুরি করে নিয়ে যাওয়া গ্যাস ভর্তি সিলিন্ডার পুনরায় ফেরত পেয়েছেন দোকানদান। ঘটনাটি ফকিরহাট উপজেলার মানসা বাজারে ঘটেছে। তবে ভ্যানচালকের বুদ্ধিমত্তায় ফেরত পেয়েছে বলে দোকান মালিক আনন্দ দাস জানিয়েছেন।
জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) সকালে মানসা বাজারের আনন্দ মিষ্টি ঘরের সামনে রাখা গ্যাসভর্তি সিলিন্ডারসহ তিনটি গ্যাস সিলিন্ডার অজ্ঞাত এক ব্যক্তি ভ্যানযোগে বিশ্বারোড়ের দিকে নিয়ে যান। এসময় ওই অজ্ঞাত ব্যাক্তি ভ্যানচালককে হোটেলে খেতে বলেন। কিন্তু বিষয়টি ভ্যান চালকের সন্দেহ হয়। এটা বুঝতে পেরে ওই অজ্ঞাত ব্যক্তি হোটেলে খাবার খেতে যাওয়ার কথা বলে পালিয়ে যান।
এ ব্যাপারে আনন্দ মিষ্টি ঘরের মালিক আনন্দ দাস বলেন, তিনি প্রতিদিন রাতে ওই গ্যাসভর্তি সিলিন্ডার দোকানের সামনের খুটির সাথে শিকল দিয়ে বেঁধে রেখে যান। কিন্তু এদিন সকালে দোকানে এসে দেখেন সেগুলো নেই। পরে ওই ভ্যানচালক গ্যাসভর্তি সিলিন্ডার ফেরত দিয়ে বিস্তারিত জানান। ভ্যানচালক জানান, ওই অজ্ঞাত ব্যাক্তি গ্যাস কোম্পানীর কর্মি দাবী করে এখান থেকে তার ভ্যানে নিয়ে যায়। পরে সন্দেহ হলে সে পালিয়ে যায়।
পূর্ববর্তী পোস্ট
