হোম জাতীয় ভোলায় ভারতের উপহারের অ্যাম্বুলেন্স হস্তান্তর

জাতীয় ডেস্ক :

ভারতের জনগণের পক্ষ থেকে ভোলার মানুষের জন্য উপহার হিসাবে দেওয়া লাইফ সাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ভারতের সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামানের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন।

পৌরসভার মিলনায়তনে আয়োজিত অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্বাস উদ্দিনসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না বলেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা আত্মিক। এ যেন একই মায়ের দুই সন্তান। এ অ্যাম্বুলেন্স ভারতের জনগণের পক্ষ থেকে ভোলার জনগণের প্রতি উপহার। আইসিইউ সুবিধাসহ এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুরুতর রোগে আক্রান্তদের চিকিৎসা সুবিধায় সহায়ক হবে।

ভোলার প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভারত ভূমিকা রাখাবে বলেও আশস্ত করেন সহকারী হাইকমিশনার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন