সংকল্প ডেস্ক:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় আমদানিকৃত গমের ভূষির ট্রাকের তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে ভোমরা স্থলবন্দর এনএসআই।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোমরা স্থলবন্দর এনএসআই কর্তৃক ভোমরা কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানিকৃত গমের ভূষির ট্রাকের (WB-25F-1867) তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩,১২,০০০/- টাকা এবং আটককৃত ট্রাকের মূল্য ৫০,০০,০০০/- টাকা।