হোম খুলনাসাতক্ষীরা ভোমরায়  ২৫ বোতল কোরেক্সসহ শামীম আটক

ভোমরায়  ২৫ বোতল কোরেক্সসহ শামীম আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 192 ভিউজ

ওমর ফারুক বিপ্লব  :

সাতক্ষীরার ভোমরা সীমান্তের মাদক  সম্রাট   মাস্টার হালিমের প্রধান সহযোগী শামীম হোসেন (৩৩) নামের এক ব্যবসায়ীকে মাদক সহ আটক করেছে বিজিবি। সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন এর ভোমরা বিওপির বিশেষ অভিযানিক দল গত ৮ জুন গভীর রাতে তাকে আটক করে। সে শাখরা (কোমরপুর) কুলাটি গ্রামের মাদক  সম্রাট   আরশাদ আলী ওরফে ভোদুর পুত্র।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপি’র নায়েব সুবেদার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল নবাতকাঠি বটতলা নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী শামীম হোসেনকে নিজ মোটরসাইকেল সহ আটক করে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় কোরেক্স সিরাপ, বাংলাদেশি নগদ টাকা, ভারতীয় রুপি এবং ২টি মোবাইল উদ্ধার করে বিজিবি। বিজিবি জানায় আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কোরেক্স সিরাপসহ আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক ও জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। সেখানে তার বিরুদ্ধে ৯ জুন মঙ্গলবার ১৬ নং মামলা দায়ের হয়েছে।

উল্লেখ্য, ভোমরার মাদক সম্রাট   মাস্টার হালিম দির্ঘদিন ধরে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এই মাদক  সম্রাট   হালিমের শশুর মাদক ব্যবসায়ী আরশাদ আলী ওরফে ভোদু। অন্তত ২ যুগ ধরে স্বপরিবারে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ভোদু। বিজিবির হাতে আটক হয়েছে তার ছেলে শামীম, জামাই হালিম মাস্টার সবাই পেশাদার মাদক কারবারি। এদের প্রত্যেকেরই রয়েছে মাদকের পৃথক ব্যবসা। হালিম মাস্টার ভোমরা টাওয়ার মোড়ে বসবাস করলেও পুরো সীমান্তে রয়েছে তাদের মাদক কারবারের শক্ত নেটওয়ার্ক। বাড়িতে বসেই পাইকারি ও খুচরা মাদক বিক্রি করেন হালিম মাস্টার টাওয়ার মোড়ে বসে দু’জন সহকারীকে দিয়ে মাদক বিক্রি করান। সীমান্তে মাদক চোরাচালান ও ব্যবসা করে ভোদুসহ তার পরিবারের সদ্যসরা বনে গেছে লাখপতি।

মাদক ব্যাবসায়ী শামীমের আটকের বিষয় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক, লে. কর্নেল আশরাফুল হক (পিবিজিএম,পিএসসি,জি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন