হোম রাজনীতি ভোট বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা জানান : সাইফুল হক

ভোট বর্জন করে সরকারের প্রতি গণঅনাস্থা জানান : সাইফুল হক

কর্তৃক Editor
০ মন্তব্য 139 ভিউজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা, ভাগ-বাটোয়ারা ও ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে আগামীকাল ৭ জানুয়ারির ভোট বর্জনের মধ্য দিয়ে সরকার ও সরকারি দলের প্রতি গণঅনাস্থা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একইসঙ্গে ভোটকেন্দ্রে না গিয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজে সময় দিতে ভোটারদের প্রতি অনুরোধও জানান তিনি।

শনিবার (০৬ জানুয়ারি) এক বিবৃতিতে এই আহ্বান ও অনুরোধ জানান সাইফুল হক।বিবৃতিতে সাইফুল হক বলেন, সরকারি দল ও তাদের মিত্রদের মধ্যে আগামীকালের (রোববার) নির্বাচন নির্বাচন খেলায় দেশ ও জনগণের কোনো স্বার্থ নেই।

তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের গণদাবিকে অস্বীকার করে বিরোধী দলবিহীন আর একটি ব্যর্থ, অকার্যকর ও নির্বাচনী তামাশায় জনগণের আগ্রহ ও অংশ নেবারও কোনো কারণ নেই। নির্বাচনের নামে এ গণতামাশা ভোটারদের প্রতি চরম অবমাননার শামিল।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এ সাধারণ সম্পাদক বলেন, ভোটপ্রদানে অনিচ্ছুক ভোটারদের ভোটকেন্দ্রে আনতে গোটা রাষ্ট্রীয় প্রশাসন ও সরকারি দল থেকে যে ধরনের চাপ, হুমকি, প্রলোভন ও ব্লাকমেইলিং করা হচ্ছে- তা রীতিমতো অবিশ্বাস্য ও নজিরবিহীন। ভোট দিতে না আসলে ভোটারদের দেখে নেবার কথাও বলা হচ্ছে। আর ভোটারদের মধ্যে অর্থও ছড়ানো হচ্ছে বেশুমার।

তিনি বলেন, সরকার ও সরকারি দলের এইসব নির্বাচনী তৎপরতার সাথে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বরং এই নির্বাচনী তামাশা দেশে ফ্যাসিবাদী দুঃশাসনকে, সরকারের অনৈতিক ক্ষমতা কেবল আরও প্রলম্বিত করবে; দুর্নীতি-দুর্বৃত্তায়নকে উৎসাহিত করবে।

সাইফুল হক বলেন, পরপর তৃতীয়বারের মতো বিরোধী দলবিহীন নির্বাচনী প্রহসন সরকার ও সরকারি দলের রাজনৈতিক মৃত্যুকেই নিশ্চিত করবে।

বিবৃতিতে ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন তিনি। একইসঙ্গে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন