হোম রাজনীতি ভোট বর্জনের আহ্বান: যশোরের বাঘারপাড়ায় টিএস আইয়ুবের নেতৃত্বে লিফলেট বিতরণ

রাজনীতি ডেস্ক:

বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে ‘একতরফা’ ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে যশোরের বাঘারপাড়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুবের নেতৃত্বে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

তৃতীয় ধাপের প্রথম দিনে শুক্রবার (২৯ ডিসেম্বর) বাঘারপাড়া উপজেলার বিভিন্ন বাজারে ভোট বর্জনের আহ্বান জানিয়ে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের একটি পাতানো, একতরফা নির্বাচনের আয়োজন করেছে। আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, তার ফলাফল যে পূর্বনির্ধারিত-এটা সবাই বিশ্বাস করে। তাই এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাঘারপাড়া উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন