জাতীয় ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেলা আড়াইটার দিকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা যাত্রী আবু বক্কর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আবু বক্কর কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত অদু মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আহতরা হলেন- মোটরসাইকেলচালক ফারদিন (৩২), অটোরিকশাচালক সুজন মিয়া (৩৫), রমজান ও নুর মোহাম্মদ। এদের মধ্যে গুরুতর অবস্থায় আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার প্রতিবেশী রমজান, নুর মোহাম্মদ এবং ব্যাটারিচালিত অটোরিকশাচালক সুজন মিয়া খাড়েরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার খাড়েরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে পেছন দিক থেকে ফারদিন নামক এক মোটরসাইকেল চালক আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।
অন্য দিকে কসবা পৌরসভার শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা দুইটার দিকে ভোট দিয়ে ফেরার পথে জ্ঞান হারিয়ে রুহন মিয়া (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের আলমাছ মিয়ার পুত্র।