নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “দিনের ভোট রাতে দেওয়ার সুযোগ আর নেই। আমরা ভোট চুরি করে নয়, জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চাই।”
তিনি আরও বলেন, সংসারের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নারীদের নিতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় কাজ করেছে। তাই জনগণের আস্থা নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (সকাল ১২টা) সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা ফুটবল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা আর্লি, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া প্রমুখ।
সমাবেশের সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুল নেছা মিনি।