হোম জাতীয় ভোটে না এসে বিএনপি ক্ষমতায় যেতে চায়: রেলমন্ত্রী

জাতীয় ডেস্ক:

ভোটে না এসে বিএনপি ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন।

এ সময় তিনি বলেন, গণতন্ত্রের ধারা, উন্নয়ন ও জনগণের অধিকার বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে।

বুধবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, বিএনপি মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে। তাদের এই মিথ্যা অপপ্রচার থেকে সবাইকে সজাগ থাকতে হবে। আবারও তারা জ্বালাও পোড়াও রাজনীতি করতে চায়। এবার সে রকম করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ তা কঠোর হস্তে প্রতিহত করবে।

বোদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, পঞ্চগড় জেলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও বোদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি।

বর্ধিত সভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সর্ব প্রথম দলে তার সদস্য পদ নবায়ন করেন। পরে অনেকেই আওয়ামী লীগের নতুন সদস্য পদ গ্রহণ করেন এবং দলের নেতাকর্মীরা তাদের সদস্য পদ নবায়ন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন