বাণিজ্য ডেস্ক :
ঠাকুরগাঁওয়ে বাজারগুলোতে ভোজ্যতেলের চরম সংকট দেখা দিয়েছে। হাতেগোনা কয়েকটি দোকানে তেল পাওয়া গেলেও বেশি মূল্যে তা বিক্রি করা হচ্ছে। এ ছাড়া তেলের সঙ্গে বাধ্য করা হচ্ছে অন্যান্য পণ্য ক্রয়ে। ঈদের আগে হঠাৎ বাজারে তেলের ঘাটতি দেখা দেওয়ায় ক্ষোভ সাধারণ ভোক্তাদের।
গত দুদিন ধরে ঠাকুরগাঁওয়ের খুচরা বাজারগুলোতে সয়াবিন তেলের চরম সংকট দেখা দিয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে জেলা শহরের সবচেয়ে বড় খুচরা কালীবাড়ি বাজারে প্যাকেটজাত কিংবা খোলা তেল কোনোটাই মিলছে না বেশির ভাগ দোকানে। কয়েকটি দোকানে ভোজ্যতেল পাওয়া গেলেও বেশি দরে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের। পাশাপাশি এক লিটার তেলের সঙ্গে চিনি, ডাল, নুডুলসসহ অন্যান্য পণ্য কিনতে বাধ্য করছে ব্যবসায়ীরা।
ঈদের আগে হঠাৎ এমন পরিস্থিতিতে ক্ষোভ সাধারণ ভোক্তাদের। সিন্ডিকেট করেই বাজারে কৃত্রিম সংকট তেরি করছেন বলে অভিযোগ তাদের। আর ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন ডিলারদের ওপর।
সাধারণ ক্রেতারা জানান, ঈদের আগ মুহূর্তে বাজারে তেল সংকট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযোগ করে এক ক্রেতা বলেন, এ বিষয়ে জেলা প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
তেল সংকটের কথা স্বীকার করে জেলা ব্যবসায়ী কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ জানান, সংকট সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি তা না হলে যেটুকু পাওয়া যাচ্ছে তাও হয়তো মিলবে না।
জেলার প্রায় আঠারো লাখ মানুষের মধ্যে জেলা শহরের দেড় লাখ মানুষের নিত্যপণ্য ক্রয়ের একমাত্র ভরসা সবচেয়ে বড় খুচরা কালীবাড়ি এ বাজার।