হোম অর্থ ও বাণিজ্য ভোক্তার হানায় জরিমানা দিলেন ২ পেঁয়াজ ব্যবসায়ী

বাণিজ্য ডেস্ক:

অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৯ এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

মৌলভীবাজার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে আকস্মিকভাবে জেলার বিভিন্ন হাট বাজারে পেঁয়াজ ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হয়। এতে ক্রেতারা চরম বিপাকে পড়েন। পুরো বিষয়টি মনিটরিং শেষে শনিবার অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযানে দেখা যায়, পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী হঠাৎ পেঁয়াজের দাম বাড়িয়েছেন। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে মেসার্স পাল ট্রেডার্সকে ২০ হাজার এবং আমিন ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।

ভোক্তা অধিদপ্তরের এই অভিযানে র‌্যাব- ৯ সার্বিক সহযোগিতা করে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন