কিশোরগঞ্জ প্রতিনিধি :
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ভৈরব ক্যাম্প পৃথক দুই অভিযানে ৫১ কেজি গাঁজাসহ সোহাগ প্রধান (৩৫), শফিক (২৬), কবির শেখ (৪৫) ও অঙ্কন ভৌমিক (২১) নামে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে সময় মাদক পাচারে ব্যবহৃত দুটি পিকআপভ্যানও জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের নাটালমোড় এলাকায় অভিযান চালিয়ে সোহাগ প্রধান ও শফিককে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় একটি পিকআপ ভ্যান।
এরপর রাত সাড়ে ১০ টায় একই এলাকা থেকে কবির শেখ ও অঙ্কন ভৌমিক নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের ব্যবহার করা পিকআপভ্যানে তল্লাশী চালিয়ে ৩৭ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপভ্যানটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
