হোম অন্যান্যসারাদেশ ভৈরবে হাত- পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

ভৈরবে হাত- পা বাঁধা যুবকের লাশ উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 101 ভিউজ
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মধ্যেরচর গ্রামে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সুজন মিয়া (৩৮) নামে এক যুবককে হাত, পা ও মুখ বেঁধে হত্যা করে অটোরিক্সা ছিনতাইয়ের  ঘটনা ঘটেছে। সুজন, শিমুলকান্দি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের সাদির মিয়ার ছেলে বলে জানা গেছে।  আজ ,রবিবার সকালে মরদেহটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ।
নিহতের স্ত্রী ঝর্ণা বেগম সাংবাদিকদের জানান, আজ ভোরে মোবাইল ফোনে তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে হত্যা করে সড়কের পাশে ফেলে গেছে । গত কোরবানীর ঈদে কোরবানীর মাংস বিতরনকে কেন্দ্র করে কান্দিপাড়া গ্রামের শাহ আলম, নামে ১ যুবককে হত্যা করা হয় । এ ঘটনার জের ধরে প্রতিপক্ষরা তার স্বামীকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন করেছে ।
এ বিষয়ে ভৈরব- কুলিয়ারচর সার্কেল মোঃ রেজোয়ান দিপু সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারনে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন