হোম অন্যান্যসারাদেশ ভৈরবে র‌্যাবের হাতে ২ বিদেশী নাগরিক আটক

ভৈরবে র‌্যাবের হাতে ২ বিদেশী নাগরিক আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

ভৈরব দুর্জয় মোড় থেকে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অপরাধে এক লাইবেরিয়ান ও এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব। শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে তাদের আটক করে র‌্যাব। বিকেলে র‌্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা করে।

আজ রাত ৮ টায় স্থানীয় সাংবাদিকদের এ সকল তথ্য জানিয়েছেন ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প জানায়, তাদের একটি টহল টিম আজ সকাল সাড়ে দশটায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় দু’জন বিদেশী নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপকে জানান। সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় বিদেশী নাগরিক দ্বয়কে আটক করেন।

আটককৃত বিদেশী নাগরিকদ্বয়কে পরিচয় জিজ্ঞাসা করলে একজন লাইবেরিয়ান ও একজন নাইজেরিয়ান নাগরিক বলে জানায়। তবে তারা কোন পরিচয়পত্র ও বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট- ভিসা দেখাতে পারেননি। আটককৃতরা হলেন-লাইবেরিয়ান নাগরিক দারুস নাইউমাহ স্নাইডার (২৬) ও নাইজেরিয়ান নাগরিক সুকামি অকারসিমিলিসি (২৮)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন