হোম ফিচার ভৈরবে মানসিক ভারসাম্যহীন মা ও তার সন্তানের পাশে দাড়ালেন ইউএনও

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে এক মানসিক ভারসাম্যহীন মা ও তার নবজাতক সন্তানের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। আজ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারসাম্যহীন মা ও তার সন্তানের খোঁজ খবর নেন তিনি। আদালতের নির্দেশনা আসার আগ পর্যন্ত তাদের দেখাশুনার দায়িত্ব দেয়া হয় হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খোরশেদ আলমকে।

জানা যায়, গত রবিবার সন্ধ্যায় শম্ভুপুর রেল লাইন সংলগ্ন এলাকায় একটি স- মিলের বাড়ান্দায় প্রসব বেদনায় কাৎরাচ্ছিল ওই ভারসাম্যহীন নারী। এলাকার জনৈক কয়েকজন নারী তার অবস্থা বেগতিক দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১১ টায় ওই নারী একটি পুত্র সন্তান প্রসব করেন।

হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম জানান, মানসিক ভারসাম্যহীন প্রসূতি মাকে অজ্ঞাত কয়েক ব্যক্তি নিয়ে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, শিশু ও তার মাকে কিশোরগঞ্জ সমাজসেবা অধিদপ্তর অফিসে পাঠিয়ে দেয়া হবে। পরে আদালতের অনুমতি সাপেক্ষে ঢাকার ভবঘুরে সদনে পাঠানোর ব্যবস্থা করা হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন