কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
ভৈরবে বুধবার (২৪ মার্চ) র্যাব- ১৪, সিপিসি- ৩ ভৈরব ক্যাম্পের একটি দল উপজেলার লতিবাবাদ ইউনিয়নের কাটাবাড়িয়া এ.আর খান উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হেরোইন সহ এক ব্যাক্তিকে আটক করেছে। তার কাছ থেকে উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ৬৫০ গ্রাম যার মূল্য ৬৫ লাখ টাকা বলে জানায় র্যাব। সে সময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোনও পাওয়া যায়।
আটক মোঃ কাবিল আলী (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কাছিয়াবাড়ি এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
র্যাব- ১৪ সিপিসি- ৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাবিল আলী জানায়, দীর্ঘদিন ধরে চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে হেরোইন দেশের বিভিন্ন এলকায় নিয়ে আসত সে। এবং এ হেরোইন কিশোরগঞ্জে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
s
