হোম অন্যান্যসারাদেশ ভৈরবে পুলিশকে কুপিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ী

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের ভৈরবে দুই পুলিশকে কুপিয়ে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। রোববার রাত সোয়া ৮টায় ভৈরব শহরের ঘোড়াকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

তাদের হামলায় আহত দুই পুলিশ সদস্য হলেন, এএসআই রেজাউল করিম ও এএসআই করিম।

পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবপুর এলাকার তমিজ উদ্দিনের ছেলে রাসেল (৩০) এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। রাসেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

রোববার রাত সোয়া ৮টায় পুলিশের এএসআই রেজাউল করিম ও এএসআই করিম শহরের ঘোড়াকান্দা এলাকায় রাসেলকে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে থাকা মাদক ব্যবসায়ী সানিসহ (২৮) প্রায় ১৫/২০ জনের একটি দল দুই পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।

থানা পুলিশ খবর পেয়ে দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনার বিষয়ে এএসআই রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি রাসেলকে গ্রেফতার করার পর সন্ত্রাসী সানিসহ ১৫/২০ জন মাদক ব্যবসায়ী আমার ওপর লাঠিসোটা, রামদা নিয়ে আক্রমণ করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা এএসআই করিমও আহত হোন।

ভৈরব থানার ওসি মোঃ গোলাম মোস্তাফা (পিপিএম) বলেন, গ্রেফতারী পরোয়ানার আসামি রাসেলকে গ্রেফতার করতে গেলে ঘটনাটি ঘটে। আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন