হোম অন্যান্যসারাদেশ ভৈরবে দুই মেম্বার প্রার্থীদের সংঘর্ষে আহত ১০ জন
মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

শুক্রবার ভৈরবের বাঁঁশগাড়ী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। তাদের মধ্য গুরুতর আহত ২ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকীরা পুলিশি ঝামেলা এড়াতে স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মাছ ধরার সময় সাপ ধরে শিশুরা পাশের জমিতে ছুঁড়ে ফেলে দিলে সাপটি বাউল বাড়ীর একটি শিশুর গায়ে গিয়ে পরে। এ নিয়ে বাউল বাড়ী ও বেপারী বাড়ীর দুই শিশুর মধ্যে হাতাহাতি হয়ে তা বড়দের মাঝে গড়ায়। এ নিয়ে শুক্রবার শালিসে বাউল বাড়ীর লোকজন মেম্বার প্রার্থী ফরিদ মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেপারী বাড়ীর মেম্বার প্রার্থী নবী হুসেনের বাড়ী সহ তার সমর্থকদের প্রায় ১২ টি বাড়ীতে হামলা ও ভাংচুর করে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন