হোম অন্যান্যসারাদেশ ভৈরবে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে ব্যবসায়ী নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুড়িকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিতাই চন্দ্র সাহা (৬৫) নামের ওই ব্যাবসায়ীর বাড়ি ভৈরব ডালপট্রি এলাকায়।
আজ শনিবার সকাল ৭ টায় শহরের মেঘনাপাড় রেলওয়ে সেঁতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। সূত্রে জানা গেছে, শনিবার সকালে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা ঘুম থেকে উঠে নদীর পাড় হাঁটতে যায়।
সকাল ৭ টার দিকে সে রেলওয়ে সেঁতু সংলগ্ন এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে আটক করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে ছিনতাইকারীরা তার পায়ে ছুঁড়ি দিয়ে আঘাত করে ঘটনাস্থলে কেও না আসায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নিতাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি)  মোঃ শাহিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কী কারনে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা তদন্ত করে দেখে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন