হোম ফিচার ভৈরবে চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে এক চেয়ারম্যানের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মহিউদ্দিন প্রবাল (১৭)। সে নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউপির চেয়ারম্যান হোসেন ভূঁইয়ার ছেলে। মঙ্গলবার রাত ১১টায় ভৈরব বাসস্ট্যান্ডে একটি দোকানঘর থেকে প্রবালের লাশ উদ্ধার করেছে সিআইডি। কিশোর গ্যাংয়ের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে স্থানীয় লোকজন মনে করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভৈরবে মাতৃকা জেনারেল হাসপাতাল নামের প্রবালের বাবার একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। ভবনের দ্বিতীয় তলায় পরিবারের সদস্যরা থাকেন। ভৈরবের একটি কিশোর গ্যাংয়ের সঙ্গে প্রবালের সখ্যতা ছিল। ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অন্তর মিয়া (২৪) নামের এক যুবক কিশোর গ্যাংয়ের নেতৃত্বে আছে।

সম্প্রতি দু’জনের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। ঘটনার দিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বাসস্ট্যান্ড এলাকার শাকিল মোটরস নামের দোকানঘরের ভেতর থেকে রক্ত গড়িয়ে সড়কে আসতে দেখে পুলিশ এসে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রবালের লাশ পড়ে থাকতে দেখে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রবালের বাবা হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রায়ই প্রবালের কাছে চাঁদা দাবি করতো। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। গতকাল দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল নিয়ে প্রবাল বাসা থেকে বের হয়ে যায়। তাকে মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন বলেন, প্রবালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রবালের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন