কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে আঁখি বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশ। মানিকদী পাড়াতলা গ্রামের সাফায়েত উল্লাহ’র স্ত্রী সে। আজ ১ ডিসেম্বর মঙ্গলবার পুলিশ তার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে।
পরিবারের দাবী তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। ঘটনার পর গৃহবধূর স্বামী পলাতক রয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ময়না তদন্তের জন্য
নিহতের লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, তিন মাস আগে উপজেলার শিমুলকান্দি গ্রামের আরিজ মিয়ার মেয়ে আঁখি বেগমের বিয়ে হয় মানিকদী পাড়াতলা গ্রামের সাফায়েত উল্লাহ’র সাথে। এটা তার দ্বিতীয় বিয়ে। এর আগে আঁখির বিয়ে হয়েছিল শ্রীনগর গ্রামের এক ছেলের সাথে। তার বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্য প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে দুজনের মধ্যে ঝগড়া হয় বলে প্রতিবেশীরা জানায়। ভোরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত লাশ দেখতে পায়। সে সময় স্বামীকে ঘরে পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শাহিন সাংবাদিকদের জানান, খবর পেয়ে পুলিশ বাসা থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।