হোম ফিচার ভৈরবে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে বাদাম বিক্রেতার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেন। বুধবার রাত ২টার দিকে উপজেলার শ্রীনগর পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হল, উপজেলার শ্রীনগর গ্রামের নুর আলীর ছেলে আলমগীর মিয়া ও কিতাব আলীর ছেলে মানিক মিয়া।

গৃহবধূ জানান, ঘটনার দিন রাতে তার স্বামী বাসায় ছিলোনা। রাতে আলমগীর দরজায় কড়া নাড়লে দরজা খুলে দেন গৃহবধূ। কিছু বুঝার আগেই আলমগীর ওই গৃহবধূর মুখ চেপে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। আলমগীরের পর মানিকও ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। ভয়ে রাতে কাউকে না জানিয়ে পরদিন সকালে ঘটনাটি তার স্বামীসহ এলাকার মেম্বার ও মাতাব্বরদের জানান। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে ওই গৃহবধূ বাধ্য হয়ে শনিবার ভৈরব থানায় অভিযোগ দাখিল করেন।

গৃহবধূর স্বামী জানান, তিনি রাজধানী ঢাকায় ফেরি করে বাদাম বিক্রি করেন। ঘটনার দিন সে বাসায় ছিলো না।

ভৈরব থানার ওসি মোঃ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে ওই গৃহবধূ। পুলিশ তদন্ত করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন