কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব থেকে ইয়াবাসহ মোছাঃ নিয়াশা মনি (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১৪। নিয়াশানা মনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ফেকামারা গ্রামের জালাল মিয়ার স্ত্রী বলে জানা গেছে। সে দীর্ঘদিন হয় মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। এমনটাই জানালেন কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
গোপন সংবাদের ভিত্তিতে ১৪ জুলাই বুধবার দুপুরে র্যাব- ১৪, সিপিসি- ৩, ভৈরব ক্যাম্প ভৈরব দূর্জয় মোড় ফুলকলি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নিয়াশা মনিকে আটক করে। তাকে তল্লাশী করে ৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে।
