কিশোরগঞ্জ প্রতিনিধি :
ভৈরবে অবৈধ রিং ও কারেন জাল বিক্রয় ও মজুদ রাখায় ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। অভিযানে ৩ প্রতিষ্ঠান সিলগালা ও ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারের চকবাজার ও দুধ বাজারে ভ্র্যাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ। দুধ বাজারের রানা ষ্টোরকে ১০ হাজার টাকা, জুয়েল ষ্টোরকে ৩০ হাজার টাকা ও চক বাজারের রিয়াদ ষ্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান টের পেয়ে ৩টি প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে গেলে ওই প্রতিষ্ঠানগুলো সিলগালা করে দেয়া হয়। অভিযানে ৫ শত পিস রিং জাল ও ৪ লক্ষ মিটার কারেন জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়িয়ে ধ্বসং করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বলেন, অবৈধ রিং জাল ও কারেন জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার লতিফুর রহমান সহ ভৈরব থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি টিম আমাদের সাথে ছিল।