হোম অন্যান্যসারাদেশ ভৈরবে অধিক মূল্যে তরমুজ বিক্রি করায় ৪ ফল দোকানীকে জরিমানা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে কেজি দরে অধিক মূল্যে তরমুজ বিক্রি করার অপরাধে ৪ ফল দোকানীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা।

জানা যায়, পবিত্র রমজান মাস ও দেশে হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় মৌসুমীফল তরমুজের চাহিদা বেড়ে যায়। এই সুযোগে স্থানীয় তরমুজ ব্যবসায়ীরা কেজি দরে মেপে তরমুজ বিক্রি করছে। ক্রয় মূল্যের চেয়ে অধিকমূল্যে তা বিক্রি করায় ভোক্তারা ঠকতে থাকে। যার ফলে জনসাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযানে তথ্যের সত্যতা পাওয়ায় মেসার্স মক্কা ফল দোকানের আরাফাত মিয়াকে ২ হাজার, মেসার্স ভৈরব এন্টারপ্রাইজ এর দিল জুম্মানকে ২ হাজার টাকা, মোহসিনের ফলের দোকানকে ৫ হাজার টাকা ও জুবায়ের মিয়ার ফলের দোকানকে ৫ হাজার টাকা করে মোট ৪ টি ফলের দোকানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন