কিশোরগঞ্জ প্রতিনিধি :
ভৈরব মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ভৈরব মেঘনার পাড় ত্রি-সেতু এলাকার নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ভৈরব নৌ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করেন। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি।
ভৈরব নৌ থানা পুলিশের উপ- পুলিশ পরিদর্শক রাসেল মিয়া জানান, নদীর পানিতে ভাসমান অবস্থায় একজন অজ্ঞাতনামা পুরুষের (৪৫) লাশ পাওয়া গেছে। লাশের মাথায় আঘাতে চিহ্ন ও তার পা বাঁধা অবস্থায় ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
