হোম Uncategorized ভেটখালী বাজারে জীবাণুনাশক স্প্রে উদ্বোধন

ভেটখালী বাজারে জীবাণুনাশক স্প্রে উদ্বোধন

কর্তৃক
০ মন্তব্য 82 ভিউজ

শ্যামনগর তিনিধি:

শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে ইজারাদার কর্তৃক জীবাণুনাশক স্প্রে, নতুন করে বাজারে পরিবেশ সৃষ্টি। আজ ৩ জুন উপজেলা নির্বাহী অফিসার জনাব আ.ন.ম আবুজর গিফারী ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসার জনাব আব্দুল হাই সিদ্দিক এর নির্দেশক্রমে ভেটখালী বাজারে করোনা ভাইরাস সংক্রমণে ও ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়। জীবাণুনাশক স্প্রে ছিটানোকালে উপস্থিত ছিলেন, রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্ল্যাহ আল-মামুন সহ ইজারাদার।
ইজারাদার বলেন, ভেটখালী বাজারকে পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করছি এবং বাজারে উপস্থিত দোকানদার ও ক্রেতাদের সব সময় সচেতন মূলক নির্দেশ দিয়ে আসছি। অপ্রয়োজনে বাজারে না থাকার বিষয়েও প্রচার ও মুখে মাস্ক পরে বাজারে আসার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়। এমন ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই জীবাণুনাশক স্প্রে ছিটানোই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এবং তারা বলেন, বাজারে ইজারাদারের এমন ধরনের কার্যক্রম এর আগে দেখিনি। সাধারণ জনগণ এই করোনা ভাইরাস সংক্রমণ ও ডেঙ্গু প্রতিরোধের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন