নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ভেজাল খাবার খেয়ে অসুস্থ হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সূত্রে জানা যায়, নগরঘাটা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত নগরঘাটা আমিনিয়া আলিম মাদাসার শিক্ষক মো. আজিজুর রহমানের দোকান থেকে প্রতিদিনের ন্যায় বিভিন্ন রকমের খাবার কিনে খায় ওই স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্কুলের বেশ কয়কজন শিক্ষার্থীরা আজিজুর রহমানের (আইজার) দোকান থেকে খাবার কিনে খাওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য নগরঘাটা পোড়ার বাজারে অবস্থিত ভাই ভাই ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যদিও এতে সকল কোন শিক্ষার্থী সম্পূর্ণ সুস্থ হয়নি বলে জানা গেছে।
অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ছেলেমেয়েরা ওই দোকান থেকে চাটনি কিনে খাওয়ার কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে সকলেই প্রায় এখন পর্যন্ত ১৮ থেকে ২০ বার বমি করেছে।
অপর একজন অভিভাবক জানান, তার বাচ্চা চিপস খেয়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে।
সরজমিনে জানা যায়, আজিজুর রহমানের দোকানে বিক্রিত খাবারগুলো মেয়াদ উত্তীর্ণ ছিলো।
স্থানীয় ভাই ভাই ফার্মেসির পল্লী চিকিৎসক সাইদুল আলম বলেন, অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিভাবকদের বলেছি, পরবর্তীতে কোন সমস্যা হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যেতে।
নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, বিষয়টি আমি দুপুরের দিকে শুনেছি। অসুস্থ শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে খোজখবর নেওয়া হবে।
পূর্ববর্তী পোস্ট