হোম অন্যান্যসারাদেশ ভূমি কর্মকর্তা কে জানানোর পরেও রাতের আঁধারে ঘর নির্মাণ করা হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের অন্তর্গত ন‌ওয়াবেঁকী বাজারে সরকারি পেরিফেরির জায়গায় ঘর নির্মাণ করছিল বিড়ালাক্ষী গ্ৰামের মৃত সৈয়দ আলী গাজির ছেলে মুজিবর গাজি স্থানীয় লোকজনের চোখে পোড়লে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কে অবহিত করে এবং ভূমি অফিসের লোকজন গিয়ে কাজ বন্ধ করে দেয় ও চালের ছাওনি কিছুটা ভেঙ্গে দেয়। তবে কোন এক রহস্য জনক কারনে সেটি রাতের আঁধারে আবারো নির্মাণ করেতে সক্ষম হয় মুজিবর গাজি।

ঘর নির্মাণকারী মুজিবর এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি (01925-379026)।

এ বিষয়ে ভূমি কর্মকর্তা আসরাফুজ্জামান এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওর কাগজ পত্র আছে আমাকে কাগজ দেখাতে চাইনি তাই আমি ভেঙ্গে দিচ্ছিলাম কাগজ দেখিয়েছে কাজ করুক। তবে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান তিনি যদি একটা ঘরের কাগজ করে ও থাকে সে যে পরিমাণ জায়গায় ঘর নির্মাণ করেছে দুইটা কাগজের ও বেশি যায়গা তাহলে কি সরকারি নিয়মের কি কোন মূল্য নেই ।

এদিকে স্থানীয় ব্যাবসায়ীরা জানান নায়েব আসরাফুজ্জান আটুলিয়া ভূমি কর্মকর্তা হিসাবে যোগ করার পর থেকে পেরিফেরি জায়গায় পাকা স্থাপনা তৈরির হিড়িক পড়েছে । বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখার জন্য স্থানীয় ব্যাবসায়ী সাধারণ মানুষের যোর দাবি করেছেন,সেই সাথে সরকারি নিয়ম অমান্য কারী দের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন