হোম জাতীয় ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তি নয়: ফারুক ই আজম

ভুয়া মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে শাস্তি নয়: ফারুক ই আজম

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

অনলাইন ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন, তারা যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন, তবে শাস্তি দেওয়া হবে না।

বুধবার ঢাকায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা ফারুক ই আজম বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার।

তিনি বলেন, বিগত সরকারের আমলে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নাম লিখিয়েছিলেন, তারা স্বেচ্ছায় পদত্যাগ করলে সরকার ক্ষমার দৃষ্টিতে দেখবে। যদি মন্ত্রণালয় তাদের খুঁজে বের করে, তাহলে প্রতারণার দায়ে শাস্তির ব্যবস্থা করা হবে।

মুক্তিযোদ্ধা না হয়েও সুবিধা নেয়া জাতির সঙ্গে প্রতারণা এ কথা জানিয়ে তিনি আরো বলেন,
যাচাই-বাছাইয়ের পর যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে চাকরি থেকে অব্যাহতি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা ভুয়া মুক্তিযোদ্ধা তারা তালিকায় তালিকাভুক্ত হয়েছেন, যদি স্বেচ্ছায় নিজেদের নাম প্রত্যাহার করে নেন তবে শাস্তি পাবেন না।

দেশে রাজাকারদের তালিকা তৈরি করা কঠিন-এ কাজের অগ্রগতি শূন্যের কোটায় বলেও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন