রাজনীতি ডেস্ক:
আগুনসন্ত্রাস করে বিএনপি যে নারকীয় অপরাধ করেছে, তার জন্য ভুল স্বীকার করেনি, মানুষের কাছে ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতা করেন তিনি।
কামরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনে না এসে যে অমার্জনীয় অপরাধ করেছে। একটি সফল ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সারা বিশ্ব সরকারপ্রধানকে অভিনন্দন জানিয়েছে।
তিনি বলেন, আগুনসন্ত্রাস করে বিএনপি যে নারকীয় অপরাধ করেছে, তার জন্য তারা ভুল স্বীকার করেনি, মানুষের কাছে ক্ষমাও চায়নি।
ভুল সংশোধন না করে বিএনপি আবার নতুন ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ করে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি আবারও সন্ত্রাসের প্রস্তুতি নিচ্ছে। আবার আগুনসন্ত্রাসের পথে হাঁটবেন না। আইন তার নিজস্ব গতিতে চলবে। কাউকে ছাড় দেয়া হবে না। জনগণকে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
বিএনপির নতুন নির্বাচনের দাবির বিষয়ে কামরুল ইসলাম বলেন, নির্বাচনে না এসে বিএনপি অমার্জনীয় অপরাধ করেছে। আগামী পাঁচ বছর অপেক্ষা করতে হবে আরেকটি নির্বাচনের জন্য, নতুন কর্মপদ্ধতি নিয়ে অগ্রসর হোন।
অসাম্প্রদায়িক শক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত না করা পর্যন্ত আওয়ামী লীগ মাঠে থাকবে জানিয়ে কামরুল ইসলাম, নির্বাচনের আগে যেভাবে মাঠে ছিলাম, সেভাবেই মাঠে থাকব।