আন্তর্জাতিক ডেস্ক:
হামাসের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্কসহ নানা কারণে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে ইসরাইলি বাহিনীকে। হামাসকে নির্মূলের নামে বর্বরতা চালালেও, নিজেদেরও কম খেসারত দিতে হচ্ছে না ইসরাইলকে। এবার ‘ভুল’ হামলায় নিজেদেরই ২০ সেনাকে হারিয়েছে নেতানিয়াহুর বাহিনী।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থল অভিযান পরিচালনাকারী ইসরাইলি সেনাদের একটি দল নিজেদের ওপর ‘ভুল করে’ হামলা (ফ্রেন্ডলি ফায়ার ও অন্যান্য দুর্ঘটনা) চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছেন।
ইসরাইলি বাহিনীর ওই দলটিতে অন্তত ১০৫ জন সেনা ছিল জানিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনাদের মধ্যে ১৩ জন নিজেদের ছোড়া গুলিতে নিহত হয়েছে। তাদের ওপর বিমান হামলা, ট্যাংক ও গুলি ছোড়া হয়েছে।
এছাড়া দলের বেশ কয়েকজন সদস্য হামাসের জন্য পাতা নিজেদের ফাঁদেই প্রাণ হারিয়েছেন। আইডিএফ বলছে, সেনাদের ওই ইউনিটের বেশ কয়েকজন নিজেদের ‘চিনতে না পেরে’ গুলি চালিয়েছে।
এর আগে, বিমান হামলায়ও নিজেদের সেনাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।