হোম অন্যান্যসারাদেশ ভুট্টাক্ষেতে বেড়ার জালে আটকা পড়েছিল ময়ূরটি

ভুট্টাক্ষেতে বেড়ার জালে আটকা পড়েছিল ময়ূরটি

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিউজ ডেস্ক:
খাবারের সন্ধানে ভুট্টাক্ষেতে এসেছিল ময়ূরটি। এক পর্যায়ে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়ে। আহত অবস্থায় পাখিটিকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুরে।

আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদবেষ্টিত উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান ও উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরে একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। এ সময় ময়ূরটিকে তারা ধরার চেষ্টা করলে পাখিটি ভুট্টাক্ষেতের জালে আটকা পড়ে। প‌রে ওই এলাকার বাসিন্দা সাদ্দাম ময়ূরটিকে আহত অবস্থায় ধরে নিজ বাড়িতে রাখেন।

ময়ূর‌টির ওজন প্রায় চার কে‌জি ব‌লে জানায় স্থানীয়রারা। খবর পেয়ে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগ ময়ূরটিকে উদ্ধার করে।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘ময়ূরটির বাঁ পায়ে ক্ষত রয়েছে। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান জানান, উদ্ধার করা ময়ূরটিকে পরবর্তী চিকিৎসা ও সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন