হোম খেলাধুলা ভুটানের জালে বাংলাদেশের গোল উৎসব

খেলাধূলা ডেস্ক :

অনূর্ধ্ব-১৫ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বাংলাদেশ। সুরভী প্রীতির হ্যাটট্রিকে ৯-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে সাবিনাদের উত্তরসূরীরা। এর আগে প্রথম ম্যাচেও ভুটানের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন সুরভী। সে ম্যাচে ৮-০ গোলে জয় পায় বাংলাদেশ।

সোমবার (৭ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবলে ভুটানকে কোনঠাসা করে রাখে বাংলাদেশ। ১৫তম মিনিটে ভুটান গোলরক্ষকের ভুলে গোলের সুযোগ পেয়ে যান সুরভী। প্লেসিং শটে গোল করে দলকে লিড এনে দেন। এরপর সুরভীর দ্বিতীয় গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

ম্যাচের ৩২তম মিনিটে ভুটানের আত্মঘাতী গোলে আরও এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলের ‘হালি’ পূর্ণ করে স্বাগতিকরা। এবারও সেই সুরভীর পায়ের জাদু। হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি আসরে এটা সুরভীর দ্বিতীয় হ্যাটট্রিক।

ভুটানকে প্রিয় প্রতিপক্ষ বানানো সুরভী ম্যাচের দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করেন। তারপর একে একে গোলের দেখা পান আয়েশা, মিতু এবং রিতু।

এক বছরে দুটি সাফের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে বড় জয়ে আসর শুরু হয় ছোটনের শিষ্যদের। তবে, দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন হয় স্বাগতিকদের। কাঠমান্ডুর হারের শোধ কমলাপুরে নেয় নেপালের মেয়েরা। ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন।

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এরপর ২০১৮ ও ২০১৯ সালে পরপর দুইবার শিরোপা দখলে নেয় ভারত। এবার তারা না থাকায় সমান দুটি শিরোপা জেতার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মেয়েরাও।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন